ওয়ার্ডপ্রেসের মৌলিক এবং আবশ্যিক বিষয়সমূহ বুঝার পাশাপাশি এই কোর্সের প্রজেক্ট ভিত্তিক শেখানোর পদ্ধতি আপনাকে একজন দক্ষ ওয়ার্ডপ্রেসে নো কোডিং ডিজাইনার হতে সাহায্য করবে |
এক নজরে আমাদের রিয়্যাক্টিভ এক্সিলারেটর কোর্স
এই কোর্সে যা যা থাকছে
৬৬টি রেকর্ডেড ভিডিও ক্লাস
বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শেখার কারিকুলাম
মার্কেটপ্লেস গাইডলাইন
বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শেখার কারিকুলাম
১৫ টি প্র্যাকটিক্যাল প্রজেক্ট
কোর্সে আমরা প্রজেক্ট ভিত্তিক লার্নিং প্রসেস ফলো করেছি। য়েল লাইফ প্রজেক্ট দেখিয়েছি যেগুলি ক্লায়েন্ট এর কাজে লাগে
আনলিমিটেড এক্সেস
যতদিন আল্লাহ হায়াতে রাখবেন এই প্লাটফর্মে ততদিন ইনশাআল্লাহ এক্সেস থাকবে